সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্য়ার অভিযোগে সিআইএসএফের দুই কনস্টেবলকে গ্রেফতার করল আসানসোলের কুলটি থানার পুলিশ। ধৃতরা হল নরসিংহ রেড্ডি ও কে জয়কৃষ্ণ। এর মধ্যে বি নরসিংহ রেড্ডি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অন্যজন সাধারণ কনস্টেবল।
প্রসঙ্গতঃ গত ৯ সেপ্টেম্বর সোমবার সকালে কুলটিতে সেল গ্রোথ ওয়ার্কস কারখানার গেটের সামনের রাস্তায় কুলটিরই বাসিন্দা দুই যুবক ভিকি রবিদাস ও মহঃ শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যজন পরে চিকিৎসারত অবস্থায় মারা যায়। এর পরই ওই দুই যুবকের পরিবার ওই কারখানায় কর্মরত সিআইএসএফের জওয়ানদের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করেন। পরিবারের তরফে অভিযোগ করা হয় চোর সন্দেহে ওই যুবকদের মারধর করা হয় আর তাতেই তাদের মৃত্য়ু হয়। যদিও স্থানীয়দের অনুমান ওই দুই যুবক রাতে কারখানায় চুরি করতে ঢুকেছিল। হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় তাদের মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে সরবও হন তারা। স্থানীয়রা প্রশ্ন তোলেন ওই যুবকরা যদি কোনো অপরাধ করে থাকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হল না কেন? নির্মমভাবে হত্যা কেন করা হল?
সেই ঘটনার তদন্তে নেমে ঘটনার প্রায় আড়াই মাস পরে গতকাল সন্ধ্যায় ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করে, শনিবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
জানা গেছে ঘটনার দিন রাতে ধৃত দুই সিআইএসএফ জওয়ান ছাড়াও আরো কয়েকজন সিআইএসএফ জওয়ান কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।