শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– রেল পুলিশের উদ্যোগে বাঁকুড়া স্টেশনে উঠে এসেছে এক টুকরো মরুদ্যান। দুই নম্বর প্লাটফর্মের প্রায় একেবারে শেষ প্রান্তে রয়েছে রেলওয়ে পুলিশ স্টেশন অর্থাৎ (জিআরপি থানা)। আর এই থানার সামনে সিমেন্টের প্লাটফর্মের উপরেই দেখা মিলবে একটি দুর্দান্ত ছোট্ট বাগানের।
আনুমানিক ৪০ রকমের গাছ রয়েছে এই বাগানটিতে। তিন ধরনের পদ্মফুল, বটগাছ, আম, বিভিন্ন ধরনের পাতাবাহার, ক্যাকটাস, নিম, কাগজি লেবুর গাছ ও রকমারি ঘর সাজাবার গাছ। এএসআই রাজিব সিং এর তত্ত্বাবধানে থানার অন্যান্য আধিকারিকরা এবং স্টাফেদের সহযোগিতায় এক টুকরো মরুদ্যান তৈরি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। এখন যাত্রীদের কাছেও এই বাগান অন্য়তম দ্রষ্টব্য স্থান ।
স্টেশনের ধুলো শুষ্ক আবহাওয়া এবং কংক্রিট, যান্ত্রিকতার মধ্যে জিআরপি থানার সামনে এই ছোট্ট বাগান যেন চোখের শান্তি, এক টুকরো মরুদ্যান। সারা বছরই নিজেদের ডিউটির পাশাপাশি, বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করে থাকে জিআরপি। তাদের এই গঠনমূলক কাজগুলোর মধ্যে অন্যতম হল এই বাগান। বিগত এক বছর ধরে একটু একটু করে তৈরি করা হয়েছে সুন্দর বাগানটি।