eaibanglai
Homeএই বাংলায়উদ্ধার আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে লোপাট হওয়া ৪০ লক্ষ টাকা

উদ্ধার আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে লোপাট হওয়া ৪০ লক্ষ টাকা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোল সাইবার থানা ও ব্যাঙ্কের তৎপরতায় ১ মাসের মধ্যেই আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ৪০ লক্ষ টাকা উদ্ধার হল। মঙ্গলবার পুরনিগমের অ্যাকাউন্টে ওই টাকা ফিরে এসেছে বলে জানিয়েছেন পুরনিগমের আইনী উপদেষ্টা সুদীপ্ত ঘটক। এই ৪০ লক্ষ টাকার মধ্যে ১২ লক্ষ টাকা ঘটনা জানাজানি হওয়ার পরে আসানসোলের ব্যাঙ্ক কর্তৃপক্ষ মধ্যপ্রদেশের একটি ব্যাঙ্কে থেকে লেনদেন হওয়ার আগেই আটকে দেয়। কিন্তু বাকি ২৮ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছিল।

গত ৩০ অক্টোবর আসানসোল সাইবার থানায় আসানসোল পুরনিগমের ফিনান্স অফিসার আহমেদ কমল ফরিদি পুরনিগমের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে বলা হয়েছিল গত ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পুরনিগমের ছুটি ছিল। এর মধ্যে ১৪ অক্টোবর আসানসোল পুরনিগমের একটি ভুয়ো প্যাডে আধিকারিকের স্বাক্ষর জাল করে নতুন একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয়, এবার থেকে এই নম্বরে যোগাযোগ করতে হবে। এরপরেই ২৯ অক্টোবর ওই ব্যাংকের ম্যানেজার পুরুষোত্তম কুমার পুরনিগমকে জানান, ২৮ অক্টোবর তাদের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা তোলা হয়েছে। পাশাপাশি, ৮০ লক্ষ টাকার একটি চেক জমাও পড়েছিল। সেটি আটকানো হয়েছে। ওই ৪০ লক্ষ ৫০১ টাকা তোলার সময় ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু পুরনিগমের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি। ১৪ অক্টোবরের ওই চিঠির কথা পুরনিগম ২৯ অক্টোবর ব্যাংকের মাধ্যমে জানতে পারে। ততক্ষণে ওই টাকা মধ্যপ্রদেশেরই আনুপুর শাখার রাষ্ট্রয়ত্ত ব্যাংকের মাধ্যমে দুষ্কৃতীদের অ্যাকাউন্টে চলে যায়।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে আসানসোলের সাইবার ক্রাইম থানার পুলিশ মধ্যপ্রদেশের আনুপুর থেকে গ্রেফতার করেছিলো মাধব সারোগী ও প্রিয়াংশু সাহু নামে দুজনকে । তাদের মধ্যে মাধবের বাড়ি মধ্যপ্রদেশের অনুপুরে আর প্রিয়াংশুর বাড়ি ছত্রিশগড়ের পেন্দ্রাতে। তাদের জেরা করেই শেষ পর্যন্ত পুরো টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments