eaibanglai
Homeএই বাংলায়ঘুষ নেওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারের ৪ বছর সশ্রম কারাদণ্ড

ঘুষ নেওয়ায় ব্যাঙ্ক ম্যানেজারের ৪ বছর সশ্রম কারাদণ্ড

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঘুষ নেওয়ার অভিযোগে এক ব্যাঙ্ক ম্যানেজারকে ৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আসানসোল সিবিআই আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো ৩ মাস অতিরিক্ত কারাদণ্ড। ঘটনা বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার। ঘটনার প্রায় ৯ বছরের বেশি সময় পরে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে সাজা ঘোষণা হল।

সিবিআই সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বীরভূমের সাঁইথিয়ার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ম্যানেজার ছিলেন শরৎ চন্দ্র। সেই সময় জনৈক প্রণয় মুখোপাধ্যায় নামে এক ব্যাক্তির কাছ থেকে তিনি পেনশন চালু করে দেওয়ার নাম করে ৫ হাজার ঘুষ চেয়েছিলেন। গোটা বিষয়টি প্রণয়বাবু সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় জানান। এরপরই তৎপরতা শুরু করে সিবিআই। অভিযোগ মতো ফাঁদ পেতে ২০১৫ সালের ১৩ মে ব্যাঙ্ক ম্যানেজারকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অভিযোগকারী প্রণয় মুখোপাধ্যায়ের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি মারা গেলে নিয়ম মতো তাঁর স্ত্রীর পেনশন পাওয়ার কথা ছিল । সেই পেনশন চালু করার জন্যই ৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার শরৎ চন্দ্র। সিবিআই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে। সেই মামলা গত ৯ বছরের বেশি সময় ধরে আসানসোল সিবিআই আদালতে চলার পরে সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন ব্যাঙ্ক ম্যানেজার। মঙ্গলবার তার সাজা ঘোষণা করেন বিচারক রাজেশ চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments