জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল-: বেআইনি কারবারে রাশ টানতে সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর কড়া হুঁশিয়ারির পর রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলায় একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। এবার আচমকা মাঝরাতে অভিযানে নেমে গত দু’দিনে পশ্চিম বর্ধমান জেলা পরিবহন দপ্তর আসানসোল ও রাণীগঞ্জে ৮ টি ওভারলোডেড ট্রাক আটক করে এবং তাদের কাছ থেকে জরিমানা বাবদ প্রায় ৪ লক্ষ টাকা আদায় করা হয়েছ।
পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে গত ২৬ শে নভেম্বর রাত প্রায় দু’টো নাগাদ রাণীগঞ্জে ১৯ নং জাতীয় সড়কে দপ্তরের আধিকারিকরা স্পঞ্জ আয়রন সামগ্রী ভর্তি ওভারলোডেড ট্রাক আটকান। এরজন্য ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একইভাবে ২৫ শে নভেম্বর আসানসোলের কালিপাহাড়িতে অভিযান চালিয়ে একটি ওভারলোডেড ট্রাক আটক করে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত রাণীগঞ্জ ও কালিপাহাড়িতে মোট আটটি ওভারলোডেড ট্রাক আটক করা হয়। এরমধ্যে কয়েকটি ট্রাক কলকাতার দিক থেকে এবং কয়েকটি আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় থেকে যাওয়া আসা করছিল। স্থানীয় পরিবহন দপ্তরের আধিকারিক মৃন্ময় মজুমদার বলেন, আটক আটটি ওভারলোডেড ট্রাক থেকে প্রায় চার লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন দিনের বেলায় খুব একটা ওভারলোডেড গাড়ি চলেনা। তাই আমরা দপ্তরের আচমকা গভীর রাতে অভিযান শুরু করেছি। তিনি আরও বলেন, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় লাগাতার এই ধরনের অভিযান চলবে।