নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার আরও দুই। ধৃতদের নাম বিনয় হাজরা ও সঞ্জয় বাউড়ি। তারা নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাদের মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে কোকওভেন থানা এলাকার একটি বন্ধ বেসরকারি কারখানা থেকে লোহা চুরি করে পিকআপভ্যানে করে পাচার করার সময় বিধাননগরের এফসিআই কলোনি মোড় থেকে সাগর আঁকুরে ও মহম্মদ রাজা খান নামের দুজনকে গ্রেফতার করে বিধাননগর ফাঁড়ির পুলিশ। তাদের জেরা করে বুধবার রাতে খয়রাশোল এলাকা থেকে বিনয় হাজরা ও সঞ্জয় বাউড়িকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বন্ধ কারখানা থেকে লোহা চুরি করে খয়রাশোল এলাকায় জমা রাখা হয়, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার করা হয়। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত কয়লা, লোহা, বালি পাচার নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার। এরই মধ্যে গত বৃহস্পতিবার নবান্নে বৈঠক করে অবৈধ কারবার ও পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশের নীচু তলার একাংশ এর সঙ্গে যুক্ত বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের পাশাপাশি, সিআইডি ও অ্যান্টি করাপশন বিভাগকে ঢেলে সাজানোর বিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন তিনি। এরপরই আসানসোল দুর্গাপুরের একাধিক পুলিশ আধিকারিকের উপরও নেমে আসে শাস্তির খাঁড়া। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয় ধরপাকড়। আসানসোল দুর্গাপুর দুই শিল্পাঞ্চলেই একাধিক দুর্নীতি ও অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক ব্যবসায়ী, নেতা, ব্যক্তি।