সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলে অভিজাত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চলছিল রেলে চাকরি দেওয়ার নামে জালিয়াতি চক্র। রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তি রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান তাকে রেলের চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। মেডিকেল পরীক্ষাও হয়েছিল এমনকি এক জায়গায় চাকরিতে জয়েন করানোও হয়েছিলো। কিন্তু পরে ওই ব্যক্তি জানতে পারেন, পুরো বিষয়টি ভুয়ো বা জাল। এরপরই তিনি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে
নেমে আসানসোল দক্ষিণ থানার পুলিশ শনিবার রাতে এই জালিয়াতি চক্রে যুক্ত থাকার অভিযোগে হরিন্দ্রর সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ। এরপর ধৃত ব্যক্তিকে জেরা করে তার ডেরার খোঁজ পায় পুলিশ এবং আসানসোল উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যায় আসানসোলের সেনরেল রোডের একটি আবাসনে হানা দেয়। সেখানে একটি ফ্ল্যাট থেকে অনেক নথি উদ্ধার করে পুলিশ।
এই প্রসঙ্গে ওই আবাসনের এক বাসিন্দা জানান, ধৃত হরিন্দ্রর সিং ওই আবাসনে দুটি ফ্ল্যাট নিয়ে থাকতেন। একটি উপরে ও একটি তার নিচে। ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী ও ছেলেও থাকতেন। তবে তিনি যে কোনো জালিয়াতি চক্র চালাতেন তা ঘুণাক্ষরেও টের পাননি তারা।
পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন রেলে চাকরি দেওয়ার নামে ধৃত ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা হাতিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।