eaibanglai
Homeএই বাংলায়প্রয়াত হলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা রণেন বাগচী

প্রয়াত হলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা রণেন বাগচী

সংবাদদাতা,আসানসোলঃ– প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহ সভাপতি রণেন বাগচী। জানা গেছে, রবিবার রাতের দিকে রূপনারায়ণপুর আমডাঙ্গার বাড়িতে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করলে তাঁকে পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে আসানসোলে রেফার করেন। কিন্তু আসানসোল নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছু দিন থেকে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে করোনাকালে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, তিনি প্রায় স্বাভাবিক কাজকর্ম, যেমন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া ইত্যাদি সবই করতেন নিয়মিত। দীর্ঘকাল তিনি সালানপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সহসভাপতি পদে ছিলেন।

তাঁর সঙ্গে রাজনৈতিক নেতা প্রয়াত শ্যামল মজুমদারের জুটি অমর হয়ে আছে রাজনীতির ইতিহাসে। শ্যামল মজুমদার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও রেণনবাবু চিরকাল আদ্যপান্ত কংগ্রেসেই থেকে গেছেন। বরিষ্ট এই কংগ্রেসের নেতার আকস্মিক মৃত্যুর খবরে রূপনারায়ণপুর এলাকা সহ আসানসোলের রাজনীতিক মহলে শোকের ছায়া নামে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments