eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন নিয়ে দলে ক্ষোভ

পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন নিয়ে দলে ক্ষোভ

সংবাদদাতা,আসানসোলঃ– দিন দুই আগে গত শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন। যা নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। অভিযোগ ওই কর্মী সম্মীলনে কুলটি ব্লকের দলের প্রাক্তন ব্লক সভাপতিদের আমন্ত্রণ করা হয়নি। উঠেছে কুলটি ব্লককে অবহেলা করার অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুলটি ব্লকের একাধিক তৃণমূল নেতা।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন দেবোজ্যোতি সরকার নামে স্থানীয় এক যুব তৃণমূল নেতা। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, রবীন্দ্র ভবনে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনে কুলটি ব্লকের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতিরাই ডাক পেলেন না। রাজা চ্যাটার্জী,অপরাজিৎ ব্যানার্জী, চিন্তহরণ চ্যাটার্জী, বুম্বা চৌধুরী,বাবন মুখার্জি।

পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, যাদের আমন্ত্রণ দেওয়া হয়নি তারাও এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী। নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে খারাপ লাগছে। কিছু কারণে হয়তো ভুল হয়েছে। ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব ভুলটার কারণ বলতে পারবে। ব্যাক্তিগত দিক থেকে আমার খারাপ লেগেছে। আঘাত প্রাপ্ত হয়ে নিজেকে ধরে না রাখতে পেরে আমি বিষয়টি সামাজিক মাধ্যমে দিয়েছি।”

দেবোজ্যোতির পাশাপাশি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুলটি ব্লকের একাধিক তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে কুলটি ব্লকের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবন মুখার্জি বলেন, “কুলটি ব্লকের ৫জন প্রাক্তন যুব সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়নি। কেনো আমন্ত্রণ জানানো হলো না তা জেলা নেতৃত্বই বলতে পারবে। কুলটিকে অবহেলা করা হয়।” পাশাপাশি কুলটি ব্লক তৃর্ণমুল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ চৌধুরী বলেন, “আমাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। ব্লকের মিটিং বা মিছিলে লোকজন নিয়ে যাওয়ার খবরটুকু শুধু পাই। আমার মনে হয় না কুলটি নিয়ে পার্টির জেলার বা ব্লকের কোনো চিন্তা আছে বলে। কুলটি ব্লকের যুব সংগঠনটা আমার মনে হয় ঠিক মতো চলছে না, খামতি রয়েছে এবং দলের নেতৃত্ব কোনো দিন আমাদের ডেকে যদি জানতে চায় কি খামতি রয়েছে, আমরা যুক্তি দিয়ে তথ্য দিয়ে বুজিয়ে দেবো কোন জায়গায় কি খামতি রয়েছে।”

অন্যদিকে এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূলের বর্তমান সভাপতি বিমান দত্ত বলেন, “এটা জেলা নেতৃত্ব বলতে পারবেন। কারণ তারাই নির্দেশকা তৈরি করেছিলেন কাকে ডাকতে হবে কাকে হবেনা। আমাকে যতটুকু বলা হয়েছিল ততো টুকু করেছি। আমাকে বলতে বলা হয়ে ছিলো ব্লক কমিটি ওয়ার্ড প্রেসিডেন্টদের। আমি তাদের বলেছি।” যদিও প্রাক্তনদের আমন্ত্রণ জাাননো হলে অতিঅবশ্যই খুব ভালো হতো বলেও মত প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি বিষয়টি মিটমাট হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন দলের যুব ব্লক সভাপতি।

এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন, “শাসক দল কীভাবে চলছে সারা পশ্চিম বঙ্গের মানুষ সেটা দেখছে। তাদের দলের এক কিলোমিটারের মধ্যে ১০টি করে পার্টি অফিস আছে । তাদের তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি। এখন তা প্রকাশ্য আসছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments