সন্তোষ কুমার মণ্ডল,বার্নপুরঃ– বোকারোতে অনুষ্ঠিত সেইল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ জিতলো বার্নপুর ইস্কো। গত ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেইল ইউনিটের মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। এরা হল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট , ভিলাই স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিআইএসএল ভদ্রাবতী, সেইল কর্পোরেট অফিস-নয়াদিল্লি ও এসআরইউ (সেইল রিফ্র্যাক্টরি ইউনিট)।
ফাইনাল খেলায় বার্নপুর সেইল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট দলকে ৯ রানে পরাজিত করে এই চ্যাম্পিয়ানশিপ জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বার্নপুর সেইল আইএসপি দল ১৯.৫ ওভারে ১০ উইকেটে ১৪২ রান করে। জবাবে পরে ব্যাট করতে নেমে রাউরকেল্লা ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে ফাইনাল খেলা হেরে যায়।
ফাইনাল খেলায় “ম্যান অফ দ্য ম্যাচ” হন ইস্কোর রাজেশ প্যাটেল। পাশাপাশি তিনি পুরো টুর্নামেন্টে চমৎকার পারফরম্যান্সের জন্য “ম্যান অফ দ্য টুর্নামেন্ট”ও নির্বাচিত হন।