সংবাদদাতা, বাঁকুড়াঃ- সোমবার রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে জয়ী তৃণমূলের ফাল্গুনী সিংহবাবু। আর সেই উপলক্ষ্যে আনন্দোৎসবে মাতলেন সিমলাপালের দলীয় কর্মী সমর্থকেরা।
তাঁর সেই শপথগ্রহণ অনুষ্ঠান বড় এল.ই.ডি টিভির মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছিল সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রে। সাথে করা হয়েছিল মিষ্টিমুখের আয়োজন।
সোমবার সকাল থেকে সিমলাপাল স্কুল মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ছিল সাজো সাজো রব। সিমলাপাল ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্ত্তী বলেন, “শপথ গ্রহণের অনুষ্ঠানে আমাদের অনেকের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই সময়টাতে ধান কাটা ও আলু রোপনের সময়। ফলে ইচ্ছে থাকলেও উপায় ছিলনা। সেকারণেই সকলকে এল.ই.ডি টিভির মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।”