নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, কলকাতা -: গত ৩ রা ডিসেম্বর কলকাতার বেহালা চক্রের ‘সমগ্র শিক্ষা মিশন’-এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বড়িষা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) প্রাঙ্গনে পালিত হলো আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস। একইসঙ্গে ওইদিন শিশুদের সামনে রেখে শিশুদিবসও পালন করা হয়।
একটি দৃষ্টিহীন ছাত্রীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া একজন ছাত্রী নৃত্য প্রদর্শন করে। যেসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করেছে তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। জেলা স্তরে যেসব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের হাতেও স্মারক তুলে দেওয়া হয়। সাত হাজার শিশুর মধ্যে নিজেকে বিশেষ চাহিদা সম্পন্ন হিসাবে গণ্য না করে একজন স্বাভাবিক ছাত্রী হিসাবে প্রতিপন্ন করে গল্প রচনা ও পাঠে প্রথম স্থান অধিকার করে অনুরাধা মণ্ডল প্রমাণ করে দেয় মনের জোরে এবং একটু সহযোগিতা পেলে তারাও সাফল্যের আকাশ ছুঁতে পারে। তার হাতে স্মারক তুলে দিয়ে তার প্রতি সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ন রঞ্জন সাউ, সত্যেন্দ্র প্রসাদ ব্রহপুরিয়া, শুভেন্দু দাস, উদয় সামন্ত, রঞ্জিতা ঘোষাল, সুভাষ দেবনাথ, সুভাষ দাস (এস.আই), অরিন্দম পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবহেলা না করে তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানান।