সংবাদদাতা,বাঁকুড়াঃ- শহরবাসীর সমস্যার সমাধানে নয়া উদ্যোগ নিল বাঁকুড়া পৌরসভা। এবার থেকে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শহরবাসীর সমস্যার সমাধান করবে পৌরসভা। বুধবার বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর (8250713956) উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ, সিআইসি অভিজিৎ দত্ত ও শেখ আজিজুল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই বিষয়ে চেয়ারম্যান অলকা সেন মজুমদার জানান, চাকরি সহ নানা কাজের জন্য যাঁরা ব্যস্ত থাকেন বা বৃদ্ধ বৃদ্ধারা, যাঁরা পৌরসভায় যেতে পারেন না, তাঁরা এবার থেকে বাড়িতে বসেই তাদের সমস্যার কথা পৌরসভাকে জানাতে পারবেন । এই পরিষেরা ফলে সাধারণ মানুষও অনেকটাই উপকৃত হবেন। পাশাপাশি তিনি জানান যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় শুরু করেছিলেন দিদিকে বল মোবাইল নম্বর। এবার সেই পথেই হাঁটল বাঁকুড়া পৌরসভা।