নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর এনআইটিতে শুরু হল পাটনা অঞ্চলের একাধিক জওহর নবোদয় বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞানের (টিজিটি, প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার) শিক্ষকদের ৫ দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির। গত ৪ ডিসেম্বর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর এনআইটির পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ শিবিরর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিমল আচার্জি (ডিন অ্যালামনাই অ্যাফেয়ার্স অ্যান্ড আউটরিচ, এএও), ডাঃ নবীন বিপি (এনআইটিটিআর,কলকাতা), আশুতোষ কুমার (অধ্যক্ষ, জেএনভি বীরভূম)।
অধ্যাপক অরবিন্দ চৌবে এদিন তাঁর উদ্বোধনী বক্তৃতায় এনআইটি দুর্গাপুরের কার্যকারিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এর অবদান সম্পর্কে সকলকে অবহিত করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থী শিক্ষকদের শিখতে আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন। শিক্ষকদের এই অর্জিত জ্ঞান শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সাহায্য় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খড়গপুর আইআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- এর বিশিষ্ট বক্তাগণ তথা অধ্যাপক গবেষকরা ও বীরভূমের অতিরিক্ত জেলাশাসক এই প্রশিক্ষণ শিবিরে বক্তৃতা রাখবেন।
পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরে পাটনা অঞ্চলের একাধিক জওহর নবোদয় বিদ্যালয়ের ৪৮ জন এসটিইএম(সাইন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স)শিক্ষক অংশগ্রহণ করেছেন।