সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল ডুবরডিহি চেক পোস্ট দিয়ে ভুয়ো চালানে আলু পাচারের চেষ্টা। জাল চালান সহ লরি চালককে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। প্রসঙ্গত এর আগেও পলিথিনের নাম করে আলু পাচারের চেষ্টা বানচাল করেছিল পুলিশ। জানা গেছে পশু খাদ্যের নাম করে ট্রাকে করে আলু পাচারের চেষ্টা চলিছল।
প্রসঙ্গত দিন কয়েক আগে রাজ্য়ে আলুর ঊর্দ্ধমুখী দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই ভিন্ন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নির্দেশের পর থেকেই বংলা ঝাড়খণ্ড সীমান্তে কড়া নজরদারি শুরু করে পুলিশ।
অন্যিদেক ভিন রাজ্যে আলুর গাড়ি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় দালাল চক্র সক্রিয় হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। লরি চালকরা জানাচ্ছেন রাস্তাতেই তাদের দালাল অন্য সামগ্রী চালানের কাগজের ব্যবস্থা করে দিচ্ছে। লরিচালকদের বলে দেওয়া হচ্ছে তারা আলু ভর্তি করে অন্য চালান চেকপোষ্টে দেখালেই তাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। ফলে সক্রিয়তা ও নজরদারি আরো বাড়িয়েছে পুলিশ।