সংবাদদাতা,বাঁকুড়াঃ– মাঠ থেকে পাকা ধান ও খড় কেটে গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়ার পথে বিপত্তি বাঁকুড়ার খাতড়া থানার জিতপুর গ্রামে। হঠাৎ করেই ধান ও খড় বোঝাই গাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠ থেকে পাকা ধান বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি মালবাহী ছোট চারচাকা গাড়ি ভাড়া করেছিলেন স্থানীয় বনতিল্লা গ্রামের এক কৃষক বলরাম রুইদাস। সেই মতো শনিবার বিকেলে পাকা ধান ও খড় কেটে গাড়ি বোঝাই করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য চালক গাড়ি স্টার্ট দিতেই আগুন লেগে যায় গাড়িতে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ধান বোঝাই গাড়িটি।
অন্যদিকে আগুন লাগার সাথে সাথেই চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।দমকলকর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও গাড়ি স্টার্ট দেওয়ার সময় শর্ট সার্কিটের ফলে গাড়িতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।