eaibanglai
Homeএই বাংলায়আরজি করের মতোই দুর্নীতির অভিযোগ বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে

আরজি করের মতোই দুর্নীতির অভিযোগ বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজে, কর্মস্থলে তরুণী চিকিৎসকের নিশংস খুন ধর্ষণের ঘটনার পরে ওই কলেজে ওষুধ ও ডায়াগনস্টিক কিটস নিয়ে নানান দুর্নীতির কথা উঠে এসেছে। তাতে আতঙ্কিত চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ । এবার বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধেও ওষুধ ও ডায়াগনস্টিক কিটস কেনার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন জেলার সি এম এইচ’কে ডেপুটেশন দিল “সার্ভিস ডক্টর্স ফোরাম”।

অভিযোগ বাঁকুড়া জেলার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ২০১৮-১৯ সালে নয় লক্ষ টাকার ওষুধ ও ডায়াগনস্টিক কিটস কেনা হয়েছিল নিয়ম বহির্ভূতভাবে। চিকিৎসকদের দাবি এই অনিময়ের ভিত আর্থিক হলেও এর প্রভাব পড়বে রোগীদের স্বাস্থ্যে। চিকিৎসকরা জানাচ্ছেন ডায়াগনস্টিক কিটস সঠিক গুণগতমাণের না হলে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয়। আবার নিম্নমানের ওষুধও স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।

এদিকে ওই কিটস বহু রোগীর রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়েছে। আবার সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে নিম্নমানের ওষুধ ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে রোগ প্রশমন হচ্ছে না উপরন্তু নানান রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে।

বাঁকুড়া জেলায় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া ও এই ঘটনার উপযুক্ত এবং নিরপেক্ষ তদন্ত করে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন “সার্ভিস ডক্টর্স ফোরাম”এর সদস্যরা। পাশাপাশি উন্নত মানের ওষুধ ও ডায়াগনস্টিক কিটস ব্যবহারেরও দাবি জানিয়েছেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments