eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর উৎসবে বাংলাদেশের জাতীয় পতাকা, বিতর্ক

দুর্গাপুর উৎসবে বাংলাদেশের জাতীয় পতাকা, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার দুর্গাপুর উৎসবে একটি স্টলের ব্যানারে বাংলাদেশের জাতীয় লাগানো নিয়ে বিতর্ক তৈরি হল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

বিতর্কের শুরু বাংলাদেশের একটি শাড়ির দোকানের স্টল থেকে। ওই দোকানের বিজ্ঞাপনের ফ্লেক্সে আঁকা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। বর্তমান পরিস্থিতে যা মোটেই ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসতেই শুরু হয় বিতর্ক। ওই দোকানের মালিক শামসুর রহমান জানান তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছেন। মেলা কমিটির অনুমতিতেই স্টল নিয়েছেন। যেহেতু তার স্টলে তিনি বাংলাদেশের শাড়ি বিক্রি করছেন তাই ব্যানারে বাংলাদেশের ছবি রেখেছেন।

অন্যদিকে বিষয়টি জানতে পেরে মেলা কমিটি ওই স্টল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের জাতীয় পাতাকা লাগানো ব্যানারটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষাল অবশ্য দাবি করেন, ওই স্টল যিনি নিয়েছেন তিনি আসলে ভারতীয়। কিন্তু বাংলাদেশর শাড়ি বিক্রি করছেন বলে ব্যানারে সেদেশের পাতাকা লাগিয়েছিলেন ক্রেতাদের আকর্ষণ করার জন্য।

এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, “এ লজ্জা কার? কেন এই ধরণের কাজ একটা মেলা কমিটি অনুমোদন দিয়ে বসলো? যদি প্রশাসন বা উৎসব কমিটি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি বিষয়টি নিয়ে আন্দোলনে নামবে।”

প্রসঙ্গ গত ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেদেশের সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। এরই মধ্যে সম্প্রতি ইস্কনের এক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার মিথ্যা অভিযোগে সেদেশর অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতার করলে দুদেশের সুসম্পর্কে চিড় ধরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments