সংবাদদাতা,বাঁকুড়াঃ– শাসক দলের বিজয় মিছিলে যোগ দিয়ে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। গুরুতর জখম ১জন। মৃতরা হলেন তপন মল্ল (৩৮) ও আলোক দুলে (৩২)। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া-বিবড়দা রাস্তার উপর মৌলা গ্রাম সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে হাড়মাসড়ায় তৃণমূলের বিজয় মিছিল শেষে বাদ্যযন্ত্র দলের তিন সদস্য একটি মোটর বাইকে করে তালডাংরারই চাঁদকুড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। পরে মৌলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক রাস্তার পাশে পিলারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাপি মল্ল নামে এক জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের দাবি বাইক চালক মদ্যপ ছিলেন, যার জেরেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত করছে।