সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ঋণ শোধ করতে না পারায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রাহকের বাড়ি দখল নিল ব্য়াঙ্ক কর্তৃপক্ষ। ঘটনা আসানসোলের বার্নপুর শহরের।
জানা গেছে ২০১৯ সালে বার্ণপুরের বাসিন্দা শম্ভুনাথ গুপ্তা ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ৪০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সময়মতো সুদ শোধ করার জন্য ব্যাঙ্কের তরফে তাকে বারবার তাকে নোটিশ পাঠানো হলেও অভিযোগ তিনি ওই নোটিশের কোনো জবাব দেননি, ঋণ পরিশোধেরও কোনো উদ্যোগ নেননি। এদিকে এই পাঁচ বছরে সুদ সহ ঋণের পরিমাণ বেড়ে ৬০ লক্ষ টাকায় পৌঁছে যায়। অবশেষে ঋণ আদায়ে পদক্ষেপ নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জেলা শাসকের কাছে ওই ব্যাক্তির বাড়ি অধিগ্রহণের আবেদন করা হয়। জেলা শাসক অনুমতি দিলে পুলিশ প্রশসানকে সঙ্গে নিয়ে সোমবার শম্ভুনাথ গুপ্তার বাড়ি সিল করে দেওয়া হয়। যদিও বাড়ি সিল করে দেওয়ার সময় পরিবারের লোক এবং প্রতিবেশীরা বাধা দেন। তবে তাতে কোনো কাজ হয়নি। পুলিশের সাহায্য় নিয়ে বাড়ি দখল নিয়ে সিল করতে সক্ষম হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।