eaibanglai
Homeএই বাংলায়অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন

অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– অবশেষে মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো । এর আগে নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যায় চার্জ গঠন। এদিনের সওয়াল-জবাব শেষে ২০২৫ সালের ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে।

এদিন ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে। প্রসঙ্গত, যৌন হেনস্থার একটি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি বিকাশ। সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি।

মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাজি ওরফে লালা-সহ মোট ৪৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। প্রসঙ্গতঃ, কয়লা পাচার মামলায় মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে সিবিআই। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক বা এ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন মারা গেছেন একজন । যে কারণে ৪৮ জনের নামে চার্জ গঠন করেছে সিবিআই। তবে এই মামলায় যে ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, তারা প্রত্যেকেই শর্তাধীন জামিনে রয়েছেন। এই মামলায় ৩৯৬ জন সাক্ষী রয়েছেন। 

প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দপ্তর, তার পরে সিবিআই কয়লা কাণ্ডের তদন্তে নামে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments