eaibanglai
Homeএই বাংলায়রেল শহরে ভাঙা পড়ল শহরের সবচেয়ে বড় বাজারের শতাধিক দোকান

রেল শহরে ভাঙা পড়ল শহরের সবচেয়ে বড় বাজারের শতাধিক দোকান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনে ফের চলল বুলডোজার। মঙ্গলবার রেলের এই উচ্ছেদ অভিযান চলে শহরের সবচেয়ে বড় মার্কেট, আমলাদহি বাজারে। এদিন রেলের জমিতে বিনা অনুমতিতে তৈরি ১০৫টি দোকান ভেঙে ফেলা হয়। এর আগে গত ২৮ নভেম্বর প্রথম পর্যায়ে এই বাজারেই ১৮৪ টি অনুমতিহীন দোকান ভেঙে দেওয়া হয়েছিল । তার আগে ফতেপুর এবং শিমজুড়ি এলাকায় একইভাবে অবৈধ দোকান উচ্ছেদ করা হয় রেলের তরফে।

এদিনের উচ্ছেদ অভিযানে ২২ জনের এক ঠিকা কর্মীর দলকেও কাজে লাগানো হয়েছিল। কারণ আমলাদহি বাজারে বহু অলিগলি রয়েছে, যেখানে জেসিবি মেশিন নিয়ে ঢোকা সম্ভব নয়। দুটি জেসিবি মেশিন ও ঠিকা কর্মীদের দল এদিন বাজারকে একটার পর একটা দোকান গুঁড়িয়ে দেয়।

রেল ‌প্রশাসন আগেই এইসব দোকান উচ্ছেদের নোটিশ জারি করেছিল। সেই নোটিশের জেরে অনেকেই দোকান থেকে জরুরী জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন আগেই। অনেক দোকানদার দোকানের বাড়িয়ে নেওয়া অংশ ভেঙে ফেলেছেন। তবুও এদিন সকাল থেকে কিছু ফুল ও ফলের দোকানীরা অন্যান্য দিনের মতোই পসার সাজিয়ে বসেছিলেন। কিন্তু এদিনের অভিযানে ওই সব দোকান ভেঙে ফেলা হয়। দীর্ঘদিনের ব্যবসা ও রুটি রোজগারের জায়গা হারাতে দেখে অনেকেই ভেঙে পড়েন। ছিল হাহাকার, চোখের জল।

অন্যদিকে এদিনের উচ্ছেদ অভিযানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল রেল প্রশাসনের তরফে। পুলিশ সহ ৪০ জনের আরপিএফ বাহিনী, ছয় জন মহিলা আরপিএফ এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত শহরকে পরিচ্ছন্ন রাখতে ও বহিরাগতদের দখল থেকে মুক্ত করে রেল আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গত বছরের এপ্রিল মাস থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সিএলডব্লিউ। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযানে রেল শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। যাতে ভাঙা পড়ে প্রায় কয়েকশো দোকান ঘর বাড়ি ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments