রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- ৬ বছরের কম বয়সী শিশুদের পাশাপাশি তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি প্রদান করার উদ্দেশ্যে গড়ে ওঠে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS) বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এরফলে শিশুদের অপুষ্টি যথেষ্ট কমেছে।
এবার আসানসোল পৌরনিগমের অন্তর্গত ধ্রুপডাঙ্গাল হিন্দি প্রাথমিক বিদ্যালয় এবং মোগবেরিয়া পাড়া আইসিডিএস কেন্দ্র দুটি পরিদর্শনে গেলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল সদর)। তিনি ঘুরে ঘুরে সবকিছু দেখেন। ওখানকার কর্মরত কর্মীদের কাছে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও তিনি কথা বলেন। মহকুমা শাসককে কাছে পেয়ে প্রত্যেকেই খুব খুশি।