নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর তথা সমগ্র দক্ষিণ বঙ্গের বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষক বুদ্ধদেব সেনগুপ্ত-র ৭০ তম জন্মবার্ষিকী পালন করলেন তাঁর ছাত্র ছাত্রী এবং দুর্গাপুর রম্যবীণার সদস্যবৃন্দ। দুর্গাপুর নগর নিগমের বিধানচন্দ্র রায় স্মৃতি প্রেক্ষাগৃহে ১১-ই ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং সমবেত কন্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত, দ্বিজেন্দ্র গীতি এবং আধুনিক বাংলা গান। সুপরিশীলিত এবং সুশৃংখল ভাবে গাওয়া উল্লিখিত গানগুলি পরিচালনা করেন – সুমিতা রাহুত, ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায় ও সুদীপ্তা দাস জানা। এককভাবে সংগীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্তর অন্যতম ছাত্রী তথা দুর্গাপুর পুরসভার পরিচালক মন্ডলীর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং স্বরচিত কবিতা পাঠ করেন সুজাতা বনিক। নৃত্য পরিবেশন করেন মন্দাকিনী চৌধুরী।
অজস্র উপহার সামগ্রী, পুষ্পস্তবক,স্মারক,মানপত্র ইত্যাদিতে মঞ্চের পার্শ্ববর্তী জায়গাটি পরিপূর্ণ হয়ে যায়। সকলের অনুরোধে বুদ্ধদেববাবু পূর্ণ বা আংশিক ভাবে বেশ কিছু সংখ্যক সংগীত পরিবেশন করেন। আলোচনা করেন সংগীত সম্পর্কিত অনেক মূল্যবান তথ্যাদি। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন সমীর রায়, প্রেমাংশু সেন,বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস এবং রতন কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রম্যবীণার অন্যতম যুগ্ম সম্পাদক বিপ্লব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পৌত্র সৌম্যশংকর বন্দোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী তপন দে, সাংস্কৃতিক সংগঠক ললি চৌধুরী,পরিমল দাস, জলপাইগুড়ির জেলাশাসক তথা সঙ্গীত শিল্পী অর্ণশ্রী চক্রবর্তী সহ উল্লেখযোগ্য সংখ্যক একাধিক বিশিষ্টজন।