সৌমী মন্ডল, বাঁকুড়া-: সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের খিচুড়িতে সেদ্ধ টিকটিকি দেখতে পেয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ল অভিভাবক ও এলাকাবাসীদের একাংশ। ঘটনাটি দক্ষিণ বাঁকুড়ার খাতড়ার চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।
জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো এদিনও খাতড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়। সেই খিচুড়ি নিয়ে বেশ কয়েকজন শিশুর অভিভাবক ও প্রসূতি বাড়িতে চলে যায়। পরে সেই খাবার কয়েক জন খেয়েও নেয়। এক অভিভাবক লক্ষ্য করেন খাবারে টিকটিকি পড়েছে। ওই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে ওই এলাকায় যান খাতড়ার বিডিও দেবজিৎ রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান বুলা সেন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পরি সাইনি, কেশরী সাইনী, স্বরূপ কর্মকার সহ অন্যান্য অভিভাবকদের দাবি, এই ঘটনা নতুন নয়। খাবারে নুনের পরিবর্তে সাবান গুঁড়ি দেওয়া হয়েছিল। একবার খিচুড়িতে আরশোলা মরা পাওয়া গিয়েছিল। কর্মীর দায়িত্বহীনতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা কর বলেন, খিচুড়িতে নুন ও হলুদ দেওয়ার সময় ছাদের উপর থেকে কোনোভাবে টিকটিকি পড়ে থাকতে পারে। এদিনের রান্না তিনি করেননি বলে নিজের দায়িত্ব এড়িয়ে যান। প্রধানের দাবি, জনৈক অভিভাবিকা তার শিশুকে খাবার খাওয়াতে গিয়ে খিচুড়ির মধ্যে টিকটিকির মাথা দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি অন্যান্যদের বলেন। অন্যান্য উপভোক্তরা সেই খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে এসে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে । খাতড়ার বিডিও দেবজিৎ রায় বলেন, চিকিৎসার জন্য কয়েকজনকে খাতরা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ।পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।