নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ব্যানারে শহর দুর্গাপুরের বুকে বসতে চলছে বিশাল এক দাবা প্রতিযোগিতার আসর- ‘৩৭তম আন্ডার ১৩ জাতীয় চেস টুর্নামেন্ট ২০২৪’। দুর্গাপুরের সিটিসেন্টারের সিধু কানু স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বর থেকে বসবে এই দাবা প্রতিযোগিতার আসর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। যেখানে দেশের ৩০টি রাজ্য থেকে প্রায় ৫৫০জনেরও বেশী প্রতিভাবান কিশোর ও কিশোরী দাবা খেলোয়াড় অংশগ্রহণ করবে। যাদের মধ্যে কিশোরী দাবারু থাকবে ২৫০ জন।
এই চেস টুর্নামেন্টটি উঠতি খেলোয়াড়দের ভবিষ্যত গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ প্রতিযোগিতায় প্রাপ্ত পয়েন্ট তাদের এফআইডিই (FIDE)র্যাঙ্কিংয়ে বিশেষ অবদান রাখবে। যা তাদের চেস ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে সাহায্য় করবে। এছাড়াও প্রতিযোগিতার প্রতিটি বিভাগের শীর্ষ দুই খেলোয়াড় বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সহযোগিতায় এই পুরো প্রতিযোগিতাটি সংগঠিত করছে সারা বাংলা দাবা সংস্থা।