জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মেমারি, পূর্ব বর্ধমান-: সাংবাদিকের কাজ যে কেবল সংবাদ সংগ্রহ নয়, পাশাপাশি সামাজিক জীব হিসাবে সমাজের প্রতি যে তাদের একটা দায়বদ্ধতা আছে তার প্রমাণ বারবার দিয়ে চলেছে মেমারি প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত সাংবাদিক কুল। ইতিমধ্যে রক্তদান শিবির, থ্যালাসেমিয়ায় আক্রান্ত যুবকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সহ একাধিক সমাজসেবামূলক কাজ তারা সম্পন্ন করেছে এবং করেও চলেছে।
এক বৃক্ষপ্রেমিকের অনুপ্রেরণায় ও কিড জি মেমারির সহযোগিতায় ১৩ ই ডিসেম্বর মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে ২০ টি ঝাউ গাছ রোপণ করা হয় মেমারি গ্রামীণ হাসপাতাল চত্বরে। শুধু গাছগুলি রোপণ করেই তারা থেমে থাকেনি, সেগুলি গবাদি পশুর হাত থেকে রক্ষা করার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে বেড়া দেওয়ার পাশাপাশি পরিচর্যা কর্মসূচীও গ্রহণ করা হয়।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি হাসপাতালের বিএমওএইচ দেবাশীষ বালা, মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ এর পরিচালন কমিটির সভাপতি ঘোষ দোস্তিদার সহ
মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহামেদ, সম্পাদক আনোয়ার আলি সহ অন্যান্য সদস্যরা এবং বিশিষ্টজনেরা। প্রত্যেকেই প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং আগামী দিনে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহামেদ জানান, প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা বছর ধরেই আমরা এলাকার বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার পাশাপাশি সেগুলি পরিচর্যা করার কর্মসূচিও গ্রহণ করেছি। আমাদের আশা এরফলে এলাকায় কিছুটা হলেও পরিবেশ দূষণ কমবে এবং অন্যরাও বৃক্ষরোপণে উৎসাহ পাবে। তিনি আরও জানান সাংবাদিকতার সাথে সাথে মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সারাবছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।