সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রাজ্যে বালি, কয়লা পাচার নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এই দুর্নীতির নিয়ে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত। গ্রেফতার হয়েছেন রাজ্যের রাজনৈতক ব্যকিত্বত্তরাও। মামলাও চলছে আদালতে। কিন্তু পাচার চক্র সক্রিয়া পশ্চিম বর্ধমান জেলায়। এবার অজয় নদ থেকে বালি পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল তিনটি ট্রাক্টর, গ্রেফতার করা হয়েছে ওই ট্রাক্টর চালকদেরও। বৃহস্পতিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ এই গ্রেফতার করে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বারাবনি থানার পুলিশ কাপিষ্ঠা – জামগ্রাম রাস্তায় অন্য দিনের মতো টহল দিচ্ছিলো। সেই সময় তিনটি ট্রাক্টর অজয় নদ থেকে বালি বোঝাই করে রাস্তায় উঠে। পুলিশ হাতেনাতে ধরে ফেলে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে এবং ট্রাক্টরের চালকদের কাছ থেকে বালির বৈধ চালান দেখতে চায়। কিন্তু তারা বৈধ চালান দেখাতে পারেনি। এরপর তিনজন চালককে গ্রেফতার করে বারাবনি থানায় নিয়ে যাওয়া হয়। একইভাবে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে পুলিশ হেফাজতে নেয়। শুক্রবার ধৃত তিন চালককে আসানসোল আদালতে তোলা হয়।