eaibanglai
Homeএই বাংলায়ফিল্মি কায়দায় রাস্তায় গাছ ফেলে কনে যাত্রীর বাসে ডাকাতি, ধৃত ২

ফিল্মি কায়দায় রাস্তায় গাছ ফেলে কনে যাত্রীর বাসে ডাকাতি, ধৃত ২

সংবাদদাতা,বাঁকুড়াঃ– জঙ্গলের রাস্তায় গাছ ফেলে কনেযাত্রীর বাস ও লরি আটকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় মূল চক্রী মুজিবুর খানকে যৌথভাবে গ্রেফতার করল বিষ্ণুপুর ও তালডাংরা থানার পুলিশ। শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার জয়পুর থানার আধকাটা জঙ্গল থেকে মজিবুর খানকে গ্রেফতার করা হয়। ধৃতের বাইক থেকে একটি ইম্প্রোভাইসড ওয়ান শর্টার ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

গত ৩০ নভেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোল জঙ্গলে কিছু দুষ্কৃতী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রী বোঝাই একটি বাস ও চলন্ত একটি লরি আটকায়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুটি গাড়িতেই লুটপাট চালায় তারা। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরযাত্রীদের উদ্ধার করলেও ডাকাত দল ততক্ষণে চম্পট দেয়। এরপর ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের নিয়ে একটি তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট সূত্র কাজে লাগিয়ে ও প্রযুক্তির সহায়তা নিয়ে ১ ডিসেম্বর এই ঘটনায় অভিযুক্ত সাবেক আলি মোল্লা নামের একজনকে চিহ্নিত করতে সমর্থ হয় পুলিশ। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে আসে পুলিশের। এরপরই এই ডাকাতির ঘটনায় মূল চক্রীকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় যুক্ত বাকি চারজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে লুঠ হওয়া নগদ ও সামগ্রীর কিছু অংশ উদ্ধার হয়েছে বলেও দাবি পুলিশের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments