eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের শুরু র‍্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪

দুর্গাপুরের শুরু র‍্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ দাবা খেলার ইতিহাসে আবার নতুন করে তাদের আধিপত্য বিস্তার করেছে কিছুদিন আগে। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন গুকেশ। বিশ্বের সবথেকে কনিষ্ঠতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের শিরোপা ভারতের এই সন্তান ছিনিয়ে নিয়ে এসেছে। দাবা খেলাকে ভারতীয় ছাত্র ছাত্রীদের মধ্যে জনপ্রিয় করার লক্ষ্যে অল ইন্ডিয়া চেস্ ফেডারেশন নিরন্তর প্রয়াস করে চলেছে। তার ফলও মিলছে হাতেনাতে। দেশের খুদে দাবারুরা পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নিচ্ছে।

সেই ধারাকে অব্যাহত রাখতে সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুর রিভার সাইড স্কুল আসানসোল ও পূরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের যৌথ সহযোগিতায় রবিবার সকাল নটা থেকে শুরু হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল র‌্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রীরা এদিন খুব সকাল থেকেই উপস্থিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। প্রায় ৬০০ খুদে দাবারু, দাবা খেলায় কিস্তি মাত দিতে এদিন হাজির হয়।

দুর্গাপুর শিল্পাঞ্চলের বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুল পূরভ ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর তথা পশ্চিম বর্ধমান চেস সংস্থার অন্যতম কর্ণধার সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্প নগরীর সাথে সাথে এখন শিক্ষা নগরীতে পরিণত হচ্ছে দ্রুত। দুর্গাপুরের বিভিন্ন স্কুলে খুব দক্ষ দাবা খেলোয়াড় রয়েছে বলে আমাদের প্রাথমিক সমীক্ষায় জানতে পেরেছি। তাই সারা বাংলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে আমরা দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট স্কুল র‍্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত করছি। আমাদের প্রয়াস দুর্গাপুর থেকে আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় তৈরি করে দুর্গাপুর তথা সারা ভারতবর্ষকে গর্বিত করা।”

পাশাপাশি তিনি জানান আগামী ১৭ ই ডিসেম্বর থেকে দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে শুরু হতে চলেছে ৩৭ তম জাতীয় আন্ডার ১৩ বয়েজ এন্ড গার্লস চেজ টুর্নামেন্ট ২০২৪।

শহরে ক্রশম এই চেস বা দাবা খেলার সংস্কৃতি গড়ে ওঠায় উৎসাহিত শিল্পাঞ্চলের খুদে দাবারুরাও। এদিন দুর্গাপুরের অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল ডিএভি মডেল স্কুলের এক খুদে পড়ুয়া জানায় দাবা খেললে মনের একাগ্রতা বাড়ে, ফলে পড়াশুনাতেও মনোযোগ বাড়ে। যা পড়ুয়াদের চরিত্র গঠনে সাহায্য় করে। তাই আমরা দাবা খেলাকে আমাদের সব থেকে পছন্দের খেলা হিসেবে বেছে নিয়েছি। আগামী দিনে আমরা দুর্গাপুরে জাতীয় স্তরের একটি বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাবো ভেবে গর্বিত হচ্ছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments