নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে অনুষ্ঠিত হল ৪৩ তম জাতীয় যোগাসন প্রতিযোগিতার ফিটনেস ক্যাম্প। রবিবার পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়াম এই ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়। যে সকল প্রতিযোগী জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের নিয়েই এই ক্যাম্প আয়োজিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীরা এদিনের ক্যাম্পে অংশগ্রহন করেছিল।
রবিবার এই ফিটনেশ ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর পৌরনিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী, তৃণমূল নেতা অপূর্ব মুখার্জি, সুদেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান যোগা ফেডারেশনের মৃন্ময় সাহা, দেবাশীষ চ্যাটার্জী এবং জাতীয় বিচারকরা। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি বিকাশ গড়াই, সাধারণ সম্পাদক সুব্রত রায়, যুগ্ম সম্পাদক সিমা দত্ত চ্যাটার্জী এবং কোষাধ্যক্ষ তরুণ মুখার্জি।
এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিগণ ক্যাম্পে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহিত করেন ও তাদের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান।