সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মধ্যরাতে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ফুটপাথের দুটি খাবেরর দোকান। দোকানদুটিতে চা রুটি ইত্য়াদি বিক্রি হতো। ঘটনা আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকা স্কুলের সামনের এলাকার।
রবিরার গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে এলাকায় ছুটে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। পরে আসানসোল দমকল বাহিনীর একটি ইঞ্জিন এলাকায় পৌঁছয় । কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছোতে বেশ কিছুটা দেরি হওয়ায় দুটি দোকান আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানা না গেলেও প্রাথমিক তদন্তের পরে দমকলকর্মীদের অনুমান, দুটি দোকানের কোন একটিতে উনুন জ্বলে থাকায় বা শট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই আগুন লাগার ঘটনায় এলাকার বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, এই অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকার বিদ্যুৎ খুঁটিতে লাগানো বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম এবং বিদ্যুৎ সংযোগকারী বক্স নষ্ট হয়ে যায়। এর ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যহত হয়।
তবে এই ঘটনায় দুটি দোকান একেবারে ভষ্মীভূত হয়ে গেলেও, কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের মতে যেভাবে আগুন লেগেছিল তাতে আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।