নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ে বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হল সংস্থার অস্থায়ী নিরাপত্তারক্ষীরা। যার নেতৃত্ব দিল তৃণমূল শ্রমিক সংগঠন।
এদিন কাঁকসার গোপালপুরে সর্বভারতীয় গ্যাস উত্তোলনকারী ওই সংস্থার কার্যালয়ের গেট বন্ধ রেখে বিক্ষোভে সরব হন নিরাপত্তা রক্ষীরা। বিক্ষোভ চলাকালীন কর্তৃপক্ষের সাথে বচসায় জড়িয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। যাকে ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তাদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ানো হয় না। এমনকি সময়ে বেতন দেওয়া হয় না। অতিরিক্ত কাজ করার টাকা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়। এইবছর এখনো দেওয়া হয়নি। এছাড়াও নানান সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের।”
যদিও দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে কার্যালয়ের দায়িত্ব থাকা সিদ্ধার্থ পান্ডে বলেন, “আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত যাতে নিরাপত্তা রক্ষীদের সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করব।”
অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের ওয়ার্কার ইউনিয়নের সভাপতি উৎপল দত্ত বলেন, “গ্যাস উত্তোলক সংস্থা কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের বঞ্চিত করছে। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি। দ্রুত সমস্যার সমাধান না হলে এই আন্দোলন চালিয়ে যাবে শ্রমিকরা।”