সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার খাতড়ায় সংবাদপত্রের গাড়িতে দুষ্কৃতী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সংবাদপত্র ব্যবসায়ীকে মারধর করে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।
জানা গেছে অন্যান্যদিনের মতোই আজ ভোরে বিভিন্ন সংবাদপত্র নিয়ে বাঁকুড়া থেকে খাতড়া যাচ্ছিলেন বাঁকুড়ার সংবাদপত্র ব্যবসায়ী রাজীব কুন্ডু। বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কে রাঙামাটি জঙ্গলের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছাতেই একটি স্কর্পিও গাড়ি আচমকাই তাঁর গাড়িকে ওভারটেক করে রাস্তার উপর আড়াআড়ি দাঁড় করিয়ে দেয়। স্কর্পিও থেকে চার পাঁচ জন দুষ্কৃতী (যাদের মুখ ঢাকা ছিল) নেমে রাজীববাবুকে মারধর করে এমং তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ওই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে খাতড়া থানার পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।