eaibanglai
Homeএই বাংলায়ড্রাগ টাস্ক ফোর্সের অভিযান শহরের একাধিক ওষুধর দোকানে হানা

ড্রাগ টাস্ক ফোর্সের অভিযান শহরের একাধিক ওষুধর দোকানে হানা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মঙ্গলবার শহর দুর্গাপুরে চলল ড্রাগ টাস্ক ফোর্সের অভিযান। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরের একাধিক ওষুধের দোকানে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

এদিন নিউ টাউনশিপ থানার শংকরপুরের একাধিক ওষুধের দোকানে অভিযান চালানোর সময় ড্রাগ টাস্ক ফোর্সের ইন্সপেক্টর সুমন গোস্বামী বলেন, “রুটিন নিয়ম মাফিক এই অভিযান চাালনো হচ্ছে। দোকান গুলিতে কোনো অবৈধ ড্রাগস, নকল ওযুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে কিনা, এই সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওষুধের দোকানের মালিক ও কর্মীদের ড্রাগ কন্ট্রোল বোর্ডের নিয়ম কানুন নিয়ে সচেতন করা হচ্ছে।” আগামী দিনেও শহরজুড়ে এই অভিযান চলবে বলে তিনি জানান।

তবে এদিন দুপুর পর্যন্ত শহরের কোনো ওষুধের দোকানে কোনোরকম অসঙ্গতি ধরা পড়েনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments