eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে শুরু হলো জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতা

দুর্গাপুরে শুরু হলো জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার থেকে দুর্গাপুরে শুরু হলো জাতীয় দাবা প্রতিযোগিতা। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে বসেছে এই দাবার আসর। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা।

দেশের ২৮ টি রাজ্য থেকে ৪১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিজয়ীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে পারবে বলে জানান উদ্যোক্তারা।

পশ্চিম বর্ধমান জেলা দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “এই প্রতিযোগিতা ঘিরে বাড়তি উৎসাহ রয়েছে শহরবাসীর মধ্যেও। আমরা আশাবাদী ভবিষ্যতে শহরে আরো বড় প্রতিযোগিতার আয়োজন করতে পারবো।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments