eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বস্তি উচ্ছেদের নোটিশ, আতঙ্কে এলাকাবাসী

দুর্গাপুরে বস্তি উচ্ছেদের নোটিশ, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বস্তি উচ্ছেদের নোটিশ রেলের। নোটিশে জানানো হয়েছে জল, বিদুৎ সহ সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা। চরম আতঙ্কে এলাকাবাসী।

প্রসঙ্গত রেলের সম্প্রসারণের জন্য সম্প্রতি দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনিতে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। খবর পেয়েই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই ও জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এলাকায় যান। আতষ্কিত মানুষদের সাথে কথা বলেন। পাশে থাকার আশ্বাসন দেন।

বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”রেলের সম্প্রসারণ হোক সেটা আমরাও চাই। কিন্তু ওরা জায়গা ছাড়ার আগে রাজ্য সরকারকে জমি দিতে হবে আর বাড়ি বানিয়ে দেব কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে আমরা। যতক্ষণ পর্যন্ত পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ করতে দেবো না।”

অন্যদিকে বিজেপির এই দাবিকে নস্যাৎ করে সমালোচনায় সরব হন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। তিনি বলেন,”কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করবে আর পুনর্বাসন দেবে রাজ্য সরকার! ওনার ভেবেচিন্তে কথা বলা দরকার। কেন্দ্রীয় সরকার উচ্ছেদের আগে অনেক কথাই বলেন কিন্তু উচ্ছেদের পর কোন উন্নয়ন হয় না।” পাশাপাশি উচ্ছেদের বিরুদ্ধে ও বস্তিবাসীর পাশে থেকে রুখে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments