নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাতনগরীর সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা ‘ উড়ান ‘ এর নবম বার্ষিক অনুষ্ঠানে নিবেদিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ নৃত্যনাট্য। রবীন্দ্রনাথকে আশ্রয় করে এঁরা প্রতিবছর অনুষ্ঠান প্রযোজনা ও পরিবেশন করেন। ২০ ডিসেম্বর সন্ধ্যায় সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠান শুরু হয়েছিল এক ঝাঁক শিশু শিল্পীদের সমবেত কন্ঠে গাওয়া “আজি শুভদিনে পিতার ভবনে” গানটির মাধ্যমে। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন- বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, অধ্যাপক অভ্র বসু প্রমুখ। প্রাসঙ্গিক ভাষণ দেন সংস্থার সভাপতি সুমিত চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক ঋতুপর্ণা বিশ্বাস সরকার। উড়ান সম্মাননা প্রদান করা হয় সংস্কৃতি ও সংগীতের সঙ্গে নানাভাবে জড়িত সুতপা ভুঁইয়া,প্রভাতকুসুম জানা,রামকুমার দাস, প্রদীপ প্রামাণিক প্রমুখ ব্যক্তিদের। মূল অনুষ্ঠানে প্রথমে একটি স্বল্প সময়ের আলেখ্য এবং সবশেষে ‘মায়ার খেলা’ নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। নৃত্য ও সংগীতে অংশগ্রহণ করেন- অম্বিকা ভান্ডারী,সোমা চাকমা,ঋতুপর্ণা বিশ্বাস সরকার,অশেষ মিত্র,দেবলীনা কুন্ডু, কস্তুরী দত্ত সহ কিছু সংখ্যক সুপরিচিত শিল্পী।