eaibanglai
Homeএই বাংলায়জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড়সড় সাফল্য দুর্গাপুরের

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড়সড় সাফল্য দুর্গাপুরের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ -এর অভূতপূর্ব সাফল্যে পেল দুর্গাপুরের ডিএসএল ক্যারাটে ক্লাবের সদস্যরা। নয়া দিল্লির তালকোত্রা স্টেডিয়ামে আয়োজিত এই চ্যাম্পিয়ানশিপে সারা দেশ থেকে প্রতিযোগিতা অংশ নিয়েছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি মেডেল ছিনিয়ে নেয়। রাজ্যের এই সাফল্যে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহর দুর্গাপুরের। কারণ দুর্গাপুরের বিভিন্ন বয়সের ১৩ জন প্রতিযোগী একাধিক ইভেন্টে ৩২ টি মেডেল জয় করেছে ( ১৩ টি স্বর্ণপদক, ৬টি রৌপ্য পদক ও ১৩টি ব্রোঞ্জ পদক)। যা রাজ্যের তো বটেই শহর দুর্গাপুরের জন্যও গর্বের বিষয়।

জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ক্যারাটে দলটির সঙ্গে ছিলেন রাজ্য প্রধান হিসেবে শিহান গোপাল চন্দ্র সরকার। টিম ম্যানেজার হিসেবে ছিলেন সেনসেই মনোজ লোহার, কোচ হিসেবে ছিলেন সেনসেই সাহেন্দর যাদব এবং বিচারক ও রেফারি হিসেবে ছিলেন সেনসেই আকাশ ভূঁইয়া।

দুর্গাপুরের প্রতিযোগী যারা এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় মেডেল পেয়েছেঃ-

১. অঙ্কিতা সরকার: ব্যক্তিগত কাটা (২১ বছরের নিচে)- গোল্ড।
কুমিতে (১৮ বছরের নিচে)- রৌপ্য।
টিম কাতা (সিনিয়র)- গোল্ড।

২. শুভ্রনীল মুখার্জি: ব্যক্তিগত কাটা (১৮ বছরের নিচে)- ব্রোঞ্জ।
কুমাইট (১৬ বছরের নিচে)- রৌপ্য।
টিম কাতা (সিনিয়র)- গোল্ড।

৩.নিকেশ সিং: ব্যক্তিগত কাটা (২১ বছরের বেশি)- ব্রোঞ্জ।
কুমাইট (২১ বছরের উপরে)- ব্রোঞ্জ।

৪.সমীর ধানগার: ব্যক্তিগত কাটা (১৮ বছরের নিচে)- ব্রোঞ্জ।
কুমিটি (১৮ বছরের নিচে)- সোনা।
টিম কাতা (সিনিয়র)- ব্রোঞ্জ।

৫. ডোনা দাস: স্বতন্ত্র কাটা (১৮ বছরের নিচে)- স্বর্ণ।
কুমাইট (১৬ বছরের নিচে)- সোনা।
টিম কাতা (সিনিয়র)- গোল্ড।

৬.মৃহান চৌধুরী: ব্যক্তিগত কাটা (১৪ বছরের নিচে)- স্বর্ণ।
দল কাতা (সিনিয়র)- ব্রোঞ্জ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments