নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ২৪ ডিসেম্বর, মধ্য রাত থেকে প্রভু যীশুকে প্রার্থণার মধ্য়ে দিয়ে শুরু হয়ে যাবে বড়দিনের উৎসব। তার আগে মঙ্গলবার বিকেল থেকেই রীতমতো উৎসবের আমেজ চোখে পড়ল দুর্গাপুরের সিটিসেন্টার সেন্ট তেরেসা ক্যাথলিক চার্চে। পুরো চার্চ ও চার্চ চত্বর সেজে উঠেছে রঙীন আলোয়। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। রাত বারোটার পর থেকে দুর্গাপুরের বহু মানুষ চার্চে সমাবেত হবেন প্রার্থনার জন্য।পাশাপাশি বড়দিনের সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী চার্চ কর্তৃপক্ষ। এদিকে বড়দিন উপলক্ষ্যে চার্চের বাইরে বসেছে মেলা।
অন্যদিকে বড়দিনের এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করেছে দুর্গাপুর থানার পুলিশ।