সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হল পায়েল মাল্টি প্লাজা। আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির পরিচালনায় রবিবার থেকে শুরু হওয়া তিনদিনে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করেছিল।
মঙ্গলবার দুপুরে আসানসোলের এসবি গরাই রোডে আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রায়সায়ের ময়দানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পায়েল মাল্টি প্লাজা। অন্য়দিকে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে মিডওয়েস্ট হাসপাতাল। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই পায়েল মাল্টি প্লাজা মাত্র ২ উইকেটে ১২৩ রান করে টুর্নামেন্ট জিতে যায়। পায়েল মাল্টি প্লাজার শুভঙ্কর সাহা ২১ বলে ৬৯ রান করে দলকে চ্যাম্পিয়ান করে ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যান নির্বাচিত হন।
খেলার শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে বিজীয় ট্রফি তুলে দেন শিল্পপতি ও সমাজসেবী শচীন রায়। উদ্যোক্তাদের তরফে ট্রফির পাশাপাশি আর্থিক পুরষ্কারও দেওয়া হয়।