eaibanglai
Homeএই বাংলায়স্বল্প সঞ্চয় বিভাগের এজেন্টদের চার দফা দাবিতে ডেপুটেশন

স্বল্প সঞ্চয় বিভাগের এজেন্টদের চার দফা দাবিতে ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বঙ্গ সরকারের স্বল্প সঞ্চয় বিভাগের এজেন্টদের রেজিস্টার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন স্বল্প সঞ্চয় বিভাগের এজেন্টদের সংগঠন,স্মল সেভিংস এজেন্টস ইউনিয়ন। এদিন রেজিস্টার না রাখার দাবি সহ চার দফা দাবিতে দুর্গাপুরের সিটিসেন্টারের ডেপুটি ডাইরেক্টর অফ স্মল সেভিংসের অফিসের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন ডেপুটি ডিরেক্টরের কাছে।

সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি সমরেশ চন্দ্র পাল বলেন, এদিন তাঁরা মূলত চারটি দাবি নিয়ে স্মারক লিপি জমা দিয়েছেন। সেই চারটি দাবি হল, রেজিস্টার মেইনটেন না করা, এজেন্টদের পরিচয় পত্র দিতে হবে, এক বছরের বদলে পাঁচ বছরের জন্য লাইসেন্স পুনর্নবীকরণ করা ও দুর্গাপুরের এক এজেন্টকে সেপকো পোস্ট অফিস থেকে সাসপেন্ড করা হয়েছে, অবিলম্বে সেই সাসপেন্সন প্রত্যাহার করে তাকে কাজ করার সুযোগ দিতে হবে।

এদিন সমরেশবাবু দাবি করেন, ডিরেক্টর অফ স্মল সেভিংস বলছে এজেন্টরে রেজিস্টার তৈরি করতে হবে, কিন্তু এরকম কোনো আইন নেই। তাই এজেন্টরা রেজিস্টার মেইনটেন করতে বাধ্য নন। স্বল্প সঞ্চয় বিভাগের এজেন্টরা খুব কম কমিশনে কাজ করেন। তাঁদের দ্বারা বিনিয়োগকৃত অর্থ নানা উন্নতি কাজে ব্যবহৃত হয় অথচ তাঁদের সুরক্ষার জন্য কেউ চিন্তাভাবনা করেন না। খুব স্বল্প আয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই রাজ্য সরকারকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে এদিন ডেপুটি ডিরেক্টর অফ স্মল সেভিংস তাঁদের দাবিদাওয়া সহানুভুতির সঙ্গে বিচার করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments