eaibanglai
Homeএই বাংলায়স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো বর্ধমানে

স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো বর্ধমানে

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, পূর্ব বর্ধমান-: মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স এরিনার উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘির কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সক্রিয় সহযোগিতায় ২৬ শে ডিসেম্বর আশ্রম প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

বর্ধমানের বেসরকারি হাসপাতাল ‘ক্যামরি’-র ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৭৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ২৫ জন ছিলেন মহিলা। সংগৃহত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ ও শংসাপত্র দেওয়া হয়। রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয় যুবক-যুবতীদের পাশাপাশি গ্রামবাসীদের উৎসাহ ছিল দেখার মত। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৩২ জন সুগার পরীক্ষা ও ২৩ জনের ইসিজি করা হয়। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দীপা দে, আশ্রমের সহ সভাপতি বিবেকানন্দ মল্লিক সহ সব্যসাচী, তিতলি, সমাপ্তি, মিঠু, অর্পণ, অর্ধেন্দু, নবেন্দু, ঋষভ এবং মেরিনার্স এরিনার পক্ষে উপস্থিত ছিলেন দিব্যেন্দু দাস, কৌস্তভ দেবনাথ সহ অন্যান্যরা। রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছে অন্যতম রক্তযোদ্ধা দিব্যেন্দু বাবু বলেন, দীর্ঘদিন ধরেই আশ্রমটির উদ্যোগে এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এরফলে স্থানীয়দের মধ্যে রক্তদান করার বিষয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments