নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং। এদিন সন্ধ্যায়, আচমকা স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে দিল্লির এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত ৯টা ৫১মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল।
আর এই দিনিই পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেস উদ্যোগে জেলা কার্যালয়ের একটি স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন। সকল বক্তাই একজন অর্থনীতিবিদ কীভাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশকে সমৃদ্ধ করেছিলেন সেই তথ্য তুলে ধরেন। ওনার প্রধানমন্ত্রী থাকাকালিন পরমাণু চুক্তি,আধার কার্ড,মনরেগা, শিক্ষার অধিকার,খাদ্য সুরক্ষা, আরটিআই, ভুমি সংস্কার,বন অধিকার আইন সহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সুদেব রায়, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, পামলু মজুমদার, রবীন গাঙ্গুলি, সৌমেন বাউরী, তপন সিনহা সহ বিভিন্ন নেতৃত্ব।