সংবাদদাতা,আসানসোলঃ- চার বছরের নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় এদিন দুপুরে আসানসোল ভগৎ সিং মোড় স্থিত ট্রাফিক পোস্টে কর্মরত ট্রাফিক পুলিশ এক শিশুকে কান্নাকাটি করতে দেখে উদ্ধার করেন। তিনি জানান কাজ করতে করতে লক্ষ্য করেন এলাকার একটি মিষ্টির দোকানে একটি শিশু কাঁদছে। বিষয়টি দেখে তিনি ছুটে যান। সেই সময় কিছু লোক শিশুটিকে কোলে তুলে নিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিলো। সন্দেহ হওয়ায় তিনি শিশুটিকে তাদের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেন ও শিশুর অভিভাবকের খোঁজ শুরু করেন। শিশুটির স্কুলের পরিচয় পেয়ে স্কুলের সাথে যোগাযোগ করে শিশুটির অভিবাবকের ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায় শিশুটি আসানসোল আলআইসি সংলগ্ন এলাকার বাসিন্দা। পরে শিশুটির মা বাবা পরিচয় দিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান।
অন্যদিকে শিশুটির মা ডিআরএম অফিসে কর্মরত অরুন্ধুতি ঘোষ জানান তিনি অফিসে গিয়ে সাড়ে এগারোটা নাগাদ স্বামীর কাছ থেকে ফোন পেয়ে জানতে পারেন তাঁদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই শিশুটির খোঁজ শুরু করেন তাঁরা এবং পুলিশেও খবর দেন। পরে পুলিশের কাছ থেকে শিশু সন্তানের উদ্ধারের খবর পান। শিশু টিকে ফিরে পেয়ে কর্মরত ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানান শিশুটির পরিবার।