নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ট্রাফিক সিগন্যালে অতিরিক্ত চেকিংয়ের অভিযোগ ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ভগৎ সিং মোড় এলাকা।
প্রসঙ্গত দুর্গাপুর ট্রাফিক থানা ও দুর্গাপুর সাব ট্রাফিক থানার শেষ প্রান্ত ভগৎ সিং। সেখানেই সদ্য গড়ে উঠেছে ট্রাফিক সিগন্যাল ও চেক পোস্ট। আর এই ট্রাফিক সিগন্যাল ও চেক পোস্ট ঘিরেই স্থানীয়দের একাংশ অভিযোগে সরব হয়েছে। এদিন অতিরিক্ত চেকিংয়ের অভিযোগে ট্রাফিকের চেকপোষ্টের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। তাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী হেমন্ত ঘোষ বলেন, “এই এলাকায় যারা দোকানে আসছেন তাদেরও জোর করে ফাইন করা হচ্ছে। তাই আমরা প্রতিবাদ করছি। যারা এলাকার দোকানগুলিতে সামান্য টাকার জিনিসপত্র কিনতে আসছে তাদেরও অতিরিক্ত টাকা ফাইন দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। আমরা সপ্তাহে একদিন করে চেকিং করার দাবি করেছি।”
অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক) ভি জি সতীশ পশুমার্থীর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ভগৎ সিং মোড়ে নতুন সিগন্যাল বসানো হয়েছে। এলাকায় দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” এলাকার মানুষ যাতে ট্রাফিক নিয়ম মেনে চলাচল করেন তার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হবে।