eaibanglai
Homeএই বাংলায়বাংলায় প্রথমবার পাপড় ও মৎস্য উৎসবের খুঁটিপূজো

বাংলায় প্রথমবার পাপড় ও মৎস্য উৎসবের খুঁটিপূজো

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ষোলআনা বাঙালিয়ানার আন্দাজে আজ দুর্গাপুর ইস্পাত নগরীতে এ-জন স্থিত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো অনুষ্ঠান। দুর্গাপুরের বহু প্রতীক্ষিত এই মিলন মেলার আয়োজন করা হয়েছে দুর্গাপুর নগর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। গত কয়েক বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলকে এক আলাদা রকম বাঙালিয়ানায় মাতিয়ে রাখতে মৎস্য উৎসবের বিশেষ আয়োজন করে আসছে এই দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি।

গত কাল ৯/০১/২৫ সকালে এক বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শীতকালীন মিলন মেলা, মৎস্য ও পাপড় উৎসব ২০২৫ এর নামাঙ্কিত খুঁটিপুজো অনুষ্ঠান হল। “মাছে ভাতে বাঙালি” স্লোগান নিয়ে এবছর এক অভিনব কায়দায় উদযাপিত হল এই খুঁটিপুজো অনুষ্ঠান। উপস্থিত সকল পুরুষেরা ধুতি পাঞ্জাবি ও মহিলারা শাড়ি পরে এদিন মেতে উঠলেন আসল বাঙালিয়ানার স্বাদ ও রসে।

এদিন সকল উপস্থিত ব্যক্তিদের জন্য ছিল বাঙালির প্রিয় মাছ ও ভাত দুপুরের মধ্যাহ্ন ভোজনে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তাদের অন্যতম বিশিষ্ট স্থানীয় সমাজসেবী পল্লব নাগ জানান, “এবারের শীতকালীন মিলন মেলা শুরু হচ্ছে আগামী ৩০ শে জানুয়ারি দুপুর ২টো সময়। এদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বাংলায় প্রথমবার “পাপড় মেলা” দিয়ে শুরু করা হবে। এদিন মাত্র ১০ টাকার কুপন কেটেই ৩০ রকমের পাপড়ের স্বাদ নিতে পারবেন আগত অতিথিরা। এদিন এই পাপড় মেলার সাথে সাথে হস্তশিল্প ও একটি বাউলের অনুষ্ঠান রাখা হয়েছে। পরের দিন ৩১শে জানুয়ারি ও চলবে এই পাঁপড়, হস্তশিল্প মেলা ও পুতুল নাচের আসর দুপুর ২টো থেকে রাত্রি ৮টা অবধি। আগামী ১লা ফেব্রুয়ারি হস্তশিল্প মেলার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাংলার ঐতিহ্যপূর্ণ বহুরূপী নাচ থাকবে অনুষ্ঠানের মূল মঞ্চে। শীতকালীন মিলন মেলার শেষ দিন অর্থাৎ ২রা ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ২টো অবধি চলবে “মৎস্য উৎসব ২০২৫”। মাত্র ১০০ টাকার একটি কুপন কেটে যে কোনো আগত অতিথি প্রায় ২৫-৩০ রকমের মাছের স্বাদ গ্রহণ করতে পারবেন। দুর্গাপুর শিল্পাঞ্চলের সকল বাসিন্দাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নিশ্চয়ই বাঙালিয়ানাকে অন্তরে জায়গা দিয়ে বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাতের স্বাদ গ্রহণ করার জন্য আমাদের মিলন মেলা,মৎস্য ,পাপড় ও সাংস্কৃতিক মেলায় নিশ্চয়ই আসবেন। মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল জেলাবাসী ও রাজ্যবাসীকে জানাই সাদর আমন্ত্রণ।”

এদিনের খুঁটিপূজো অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সাথে এই মেলার সভাপতি শক্তিপদ গাঙ্গুলী, মেলার সম্পাদক মানস মুখার্জি,ও উপস্থিত ছিলেন “বাংলার পক্ষ” নামক সমাজসেবী সংগঠনের পদস্থ কর্তাগণ। বাংলা পক্ষের কর্মকর্তাদের উপস্থিতি দেখে সহজেই আন্দাজ করা যায় ১০০% বাঙালিয়ানা থাকবে এই শীতকালীন মিলন মেলায়। এবারের এই শীতকালীন মিলন মেলার অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে মেলা উদ্যোক্তারা “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন” এর ওপর ভরসা রেখেছেন। শীতকালীন এই মিলন মেলার মহাযজ্ঞে সকল শিল্পাঞ্চলবাসীকে ষোল আনা বাঙালিয়ানার স্বাদ দেওয়ার উদ্দেশ্যে নিরন্তর প্রচার চালিয়ে যাবে বলে জানিয়েছেন “বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের” সকল সদস্যরা। শীতকালীন মেলার এই আনন্দে যেন এ-জন স্থিত রবীন্দ্রভবন এলাকা এক মহা মিলনের ক্ষেত্র হয়ে ওঠে সেই শুভ কামনায় জানিয়েছেন শিল্পাঞ্চলের সকল সাধারণ বাসিন্দারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments