মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দেশ তথা রাজ্যে সম্ভবত প্রথম বার দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। গত ৫ই জানুয়ারি এক বর্ণাঢ্য সান্ধ্য সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এর। সেদিন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার অনুপম রায় সঙ্গীত পরিবেশন করেন হাজারো দর্শকের সামনে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে এবছর “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে। গত দুই বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলের কিছু বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ এক ছাতার তলায় দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন দুর্গাপুরের ক্রীড়া প্রেমে স্বর্ণযুগ আনবেন। সেই মতো গত দুবছর ধরে দুর্গাপুর ক্লাব সমন্বয় নাম নিয়ে দুর্গাপুরে পরপর দু’বছর অনুষ্ঠিত হয়েছে বিশ্বমানের ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই ধারাকে অব্যাহত রাখতে এবছরও “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে।
এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এ মোট ৩২টি ইভেন্টে ও প্রায় ১৫,০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন, এবং মোট পুরস্কারের মূল্য ২৫ লক্ষ টাকা রয়েছে। প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা এবং অ্যাথলেটিক্স। বিশেষ ভাবে, ১২ জানুয়ারি একটি ম্যারাথন আয়োজন করা হবে, যেখানে প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া উপস্থিত থাকবেন। জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলির বাছাই করা খেলোয়াড়রা, স্কুল-কলেজের সেরা খেলোয়াড়রা এবং কিছু ইভেন্টে বাইরের প্রতিযোগীরাও অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মাধ্যমে দুর্গাপুরে খেলাধুলার প্রসার এবং উন্নয়নের প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটির অন্যতম কর্ণধার সন্দীপ দে।
গতকাল ৯ই জানুয়ারি সকাল থেকে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর প্রথম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকালকে মূলত দুটি খেলা হয়েছে। সকালে প্রথম খেলাটি হয় “ওম ইলেভেন” বনাম “চন্দননগর বয়েজ ক্লাবের” মধ্যে। দুপুরে দ্বিতীয় খেলাটি হয় “বিশাল ব্রাদার্স” ও “পায়েল মাল্টি প্লাজা” একাদশের মধ্যে।
আজ দ্বিতীয় দিনে ১০ই জানুয়ারি রাজ্যের নামকরা চারটি ক্লাবের ক্রিকেট প্লেয়াররা “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” এ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। সকালে “এম.এস.সি.সি ফবিজগঞ্জ” বনাম “এ.পি.এল স্পোর্টস নেটওয়ার্কের” মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলাটি দুপুরে “এম.ইউ.সি.সি সম্বলপুর” বনাম “এ এন্ড এস কলকাতা” একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ক্রিকেট খেলার সাথে যুক্ত দুর্গাপুরের সকল খেলা প্রেমিক মানুষেরা এই দুটি ক্রিকেট ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আজ সকাল থেকেই বহু দর্শক শহীদ ভগত সিং স্টেডিয়ামে সমবেত হয়েছেন এই খেলায় ব্যাট বলের জাদু দেখার জন্য। উপস্থিত ক্রিকেট অনুরাগীরা জানিয়েছেন,আজ যে দুটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখানে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা বেশ কয়েকজন নামকরা ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তাদের খেলার ধরন ও ব্যাট বলের জাদু দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন শহীদ ভগত সিং স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীরা।
“দুর্গাপুর স্পোর্টস কার্নিভ্যাল ২০২৫” বিশেষ ভাবে, আগামী ১২ জানুয়ারি একটি ম্যারাথন আয়োজন করা হবে, যেখানে প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া উপস্থিত থাকবেন। “দুর্গাপুর স্পোর্টস কার্নিভ্যাল ২০২৫” উদ্যম, উত্তেজনা, উন্মাদনা ও উদযাপনের মঞ্চ প্রমাণ করতে চলেছে আগামী দিনে দুর্গাপুর শিল্পাঞ্চল ক্রীড়ার মানচিত্রে স্বর্ণযুগের সূচনা করবে। দুর্গাপুরের সাধারণ বাসিন্দারা দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সকল কর্মকর্তাদের এই বিশাল রাজসীয় স্পোর্টস কার্নিভ্যাল কর্মকাণ্ডের আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন।