eaibanglai
Homeএই বাংলায়ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরে

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের লালবাজার মাঝিপাড়া এলাকায়
ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ২জনের। গুরুতর জখম ৩ জন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর রাতে। স্থানীয়রা জানান ভোর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপরই তারা দেখতে পান স্থানীয় বাসিন্দা নিতাই পালের বাড়িতে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছু সময়ের মধ্যেই পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন ও বাঁকুড়া সদর থানার পুলিশ। আগুনের গ্রাসে থাকা বাড়ি থেকে মোট ৫ জনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর ৩ জনকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

মৃত দুজনের নাম নিতাই পাল ও মীনা পাল। কীভাবে আগুন লাগল তা জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল ও ও বাঁকুড়া সদর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments