সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চুরি করা জেসিবি’র পাচার আটকে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। গাড়ির নম্বর প্লেট বদলের আগেই ধরা পড়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনা সূত্রে জানা যায় ৭ জানুয়ারি পুরুলিয়ার হুড়া থানা এলাকা থেকে চুরি যায় একটি জেসিবি। এদিকে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ জানতে পারে আসানসোলের ডিশেরগড় ঘাট দিয়ে চুরি যাওয়া একটি জেসিবিটি পাচার করা হবে। সেই সূত্র ধরে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ এবং ডিসেরগড় ঘাটের পূর্বদিকের জঙ্গলে নদীর ধারে চুরি যাওয়া জেসিবিটিকে দেখতে পায়। সেই সময় জেসিবির নম্বর প্লেট খুলে বদলানোর চেষ্টা করছিল তিন দুষ্কৃতীরা । পুলিশ দুজনকে হাতেনাতে ধরে ফেললেও, একজন এলাকা ছেড়ে চম্পট দেয়। একইসাথে ওই এলাকা থেকে জেসিবিতে নম্বর পাঞ্চিং করার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ব্যক্তি ভোলা প্রসাদ, ডিসেরগড় এলাকার বাসিন্দা ও হাফিজুর রহমান,পানাগড় বাজার এলাকার বাসিন্দা। বুধবার রাতেই জেসিবি সহ ধৃত দুজনকে শাঁকতোড়িয়া ফাঁড়িতে নিয়ে আসা হয় । পরে পুরুলিয়ার হুড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে হুড়া থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করে।